চাইলেই পিনাক-৬ উদ্ধার করতে পারতো সরকার !

pinakDসরকার চাইলেই ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ উদ্ধার করতে পারতো। কিন্তু তাতে ডিএনএ পরীক্ষা ও উদ্ধারকাজ বাবদ আরো কিছু অর্থ ব্যয় হতো। তাছাড়াও এতোগুলো লাশ দেখে সাধারণ জনগণের সেন্টিমেন্টেও (অনুভূতি) লাগতো। আর এ কারণেই পিনাক উদ্ধারে উদ্যোগ নেয়া হয়নি বলে মন্তব্য করেছেন নৌ বাহিনীর সাবেক কমান্ডার হারিছ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিক গোলাম মর্তুজার প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ‘মৃত্যু অববাহিকায় বাংলাদেশ সড়ক ও নৌপথ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরীক ঐক্য।

গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে ইনস্টিটিউশন অব আর্কিটেক্ট বাংলাদেশের সাবেক সভাপতি স্থাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘বাংলাদেশে কবে যুদ্ধ হবে তার কোনো ঠিক নেই, অথচ শত শত কোটি টাকা ব্যয় করে সাবমেরিন কিনছে। কিন্তু দেশের জনগণ ডুবে মারা যাচ্ছে তা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।’

সাংবাদিক গোলাম মর্তুজা বলেন, ‘উদ্ধারকারী জাহাজগুলো কেন নারায়ণগঞ্জের কোণার মধ্যে পরে থাকে? ওগুলোতো সব সময় নদীতে টহল দিতে পারে। তাতে অন্তত এ ধরনের মৃত্যু কিছুটা হলে কমতো।’

আলোচনায় জাতীয় পানি সম্পদ পরিষদের বিশেষজ্ঞ সদস্য, নৌ-স্থপতি এবং পরামর্শক ড. আবদুর রহিম বলেন, ‘শত শত নৌদুর্ঘটনা কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। তদন্ত হয়েছে কিন্তু কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। তদন্ত রিপোর্টে লেখা থাকে ‘গোপনীয়’, তাই এটা থেকে কেউ কোনো শিক্ষা নিতে পারে না, এমনকি প্রশাসনও নয়। যে দু’একটা রিপোর্ট প্রকাশ হয়েছে সেখান থেকে শেখার কিছু নেই।’

গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন নাগরীক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার, পরিবহন শ্রমিক নেতা ইকবাল কবীর প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মাওয়া ঘাটে পদ্মা নদীতে দুই শতাধিক আরোহী নিয়ে পিনাক-৬ লঞ্চ ডুবে যায়। এতে ১২০ জনের মতো যাত্রী বেঁচে যান। সাত দিন পর লঞ্চটির উদ্ধার কাজে সমাপ্তি ঘোষণা করা হয়। পরে নৌমন্ত্রী শাজাহান খান বলে জাহাজটি শনাক্ত করা গেলেও উদ্ধার করা সম্ভব নয়।

বার্তা২৪

Leave a Reply