মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মর্জিনা বেগমের ভাসুরের ছেলে মিঠু প্রধানকে (২০) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ভাটেরচর এলাকায় একটি সিএনজিতে তল্লাসি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। মিঠু সিএনজিযোগে কুমিল্লার দাউদকান্দি থেকে গজারিয়ার বালুয়াকান্দিতে আসছিল। তাকে গ্রেফতার করে গজারিয়া থানার এসআই আপন কুমার পাল।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, ইয়াবাসহ গ্রেফতারের পর মিঠুকে নিয়ে ঘটনাস্থল থেকে থানার পথে রওনা দিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করার পর উদ্ধার করা ইয়াবার সংখ্যা সাংবাদিকদের জানানো হবে। গ্রেফতারকৃত মিঠুর বাবা তেতৈতলা গ্রামের জাফর প্রধান হচ্ছেন গতকাল বালুয়াকান্দি ইউনিয়নের উপ-নির্বাচনে বিপুল জয়ী চেয়ারম্যান মর্জিনা বেগমের ভাসুর।
উল্লেখ্য, বালুয়াকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা নির্বাচনের সহিংসতায় নিহত হলে ২৪ আগষ্ট ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
যমুনা নিউজ
Leave a Reply