শ্রীনগর উপজেলার আল আমিন বাজারে সোমবার সন্ধ্যায় যৌন হয়রানীকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত শ্রীনগর থানার সেকেন্ড অফিসার মুস্তাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কামারগাঁওয়ের হবি মৃধার পরিবারের লোকজন পাশ্ববর্তী রৌদ্রপাড়া গ্রামের একটি অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ফেরার পথে ঐ গ্রামের কয়েকজন বখাটে হবি মৃধার পরিবারের নারী সদস্যদের লক্ষ্য করে অশালিন অঙ্গভঙ্গি ও মোবাইল ফোনে ছবি ধারণ করে। এর কিছুক্ষন পর আলামিন বাজার এলাকায় হবি মৃধার লোকজন বখাটেদের পেয়ে তাদের উপর চড়াও হয়। বেধে যায় সংঘর্ষ।
এসময় ঐ স্থানে সাদা পোষাকে কর্তব্যরত এসআই মুস্তাাফিজুর রহমান এগিয়ে গেলে শারিরীকভাবে লাঞ্চিত করে। এসুযোগে বখাটেরা পালিয়ে যেতে সক্ষম হয়। শ্রীনগর থানার এসআই মুস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাটি অনাকাংখিত।”
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply