জমি লিজ নেওয়ার ১১বছর পর ও নিজের জায়গা ফিরে পাচ্ছেন না!

crimeনিরীহ সাধারণ মানুষ বলেই কি?
গজারিয়া থানার হোেসন্দী ইউনিয়নের বাজার হোেসন্দী গ্রামের মোঃ আওলাদ হোেসন।১৩-৭-২০০৩ সালে সরকার হতে লিজ এনেছিলেন প্রায় ১৫ শতাংশের জমি। কিন্তু প্রায় ১১ বছর হয়ে গেলেও নিজের জায়গা এখন ও পাচ্ছেন না তিনি। এরই মধ্যে এক এক করে প্রায় ৪ বার গজারিয়া থানার সার্ভেয়ার মোঃ সিদ্দিক সাহেব কে আনলেও ৪ বারঈ তিনি জমি না মেপে চলে গেছেন।

জমির মালিক মোঃআওলাদ হোসেনের সাথে কথা বলে জানা যায়, তিনি প্রায় ১১বছর পূর্বে ২০০৩ সালে তিনি হোসেন্দী ইউনিয়নে সরকারি পরিত্যাক্ত জমি লিজ নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন এবং সরকার তাকে হোসন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের দাগ নং-৪২৭,৪২৮,৪২৯ দাঁগের জমিটি সরকার তাকে লিজ প্রধান করেছে।

তিনি জমি মাপার জন্য একে একে ৪ বার সার্ভেয়ার কে আনেন কিন্তু, এক বার ও সার্ভেয়ার জমি মাপেন নি। জমি না মেপে চলে গিয়েছেন। আওলাদ হোসেনের জমির দলিল টি ও একদম ঠিক এবং কি তিনি প্রতিবছরই জমির খাজনা সরকারকে প্রধান করে আসছেন। এখন তিনি তার জমি ফিরে পাওয়ার জন্য সরকারের সাহায্য চেয়েছেন।

নিউজ গজারিয়া

Leave a Reply