মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় বুধবার দুপুরে চিকিৎসার নামে প্রতারনার দায়ে আমেরিকা হারবাল নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় আদালত ওই হারবাল প্রতিষ্ঠানের মালিক গ্রাম ডাক্তার আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে।
দুপুর ২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আল-আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে হারবাল প্রতিষ্ঠান সিলগালা ও মালিককে ওই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আল-আমিন জানান, হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান দিয়ে গ্রাম ডাক্তার আনোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে রোগীদের সঙ্গে প্রতারনা করে আসছেন।
অভিযান চালিয়ে আমেরিকা হারবাল নামে ওই প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। তাছাড়া গ্রাম ডাক্তার আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের দন্ড দেওয়া হয়।
বিডিলাইভ
Leave a Reply