ব.ম শামীম: টঙ্গীবাড়ী থানার ওয়ারলেস অপারেটর মাসুদ ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে আসলে অভিযোগ, সাধারণ ডায়রীসহ অন্যান্য আবেদন লিখে দেওয়ার নাম করে ব্যাপক চাদাঁবাজী শুরু করেছেন।
ভূক্তভোগীরা জানান, মামলা অথবা সাধারণ ডায়রী করতে আসলে বাইরে হতে লিখে নিয়ে গেলে অপারেটর মাসুদ কর্তব্যরত ডিউটি অফিসারকে প্রভাবিত করে বলে অভিযোগ বা সাধারণ ডায়রীর লেখা চলবে না বলে নিজে লিখে দেওয়ার নাম করে ৩ শত হতে শুরু করে ১ হাজার পর্যন্ত টাকা আদায় করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার পাচঁগাওঁ গ্রামের মিরাজ গায়েন এর পার্সপোট হারিয়ে যাওয়ায় থানায় ডায়রী করতে আসলে মাসুদ উক্ত ডায়রী লিখে দিয়ে ১ হাজার টাকা দাবী করে। পরে দরকষাকষির মাধ্যমে ৫ শত টাকা দিয়ে রফাদফা হয়। পরে ভাঙ্গনিয়া গ্রামের পারভেজ মোল্লা টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ করতে আসলে সাংবাদিকদের সামনে তার কাছ হতে ৩ শত টাকা আদায় করে নেয় সে।
ভুক্তভোগী পারভেজ এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে চাইলে অপেরেটর মাসুদ তাকে ধমক দিয়ে আগে তার লেনদেন শেষ করে পরে সাংবাদিকদের সাথে কথা বলতে বলে।
Leave a Reply