শ্রীনগরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

sssssমুন্সীগঞ্জের শ্রীনগরে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার মাশুরগাঁও এলাকায় এঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে একটি সালিশ মিমাংসার সিদ্ধান্তকে কেন্দ্র করে বুধবার দুপুরে বেজগাঁও এলাকার স্বপন, জনি, পিয়াস ও বিদ্যুতসহ কয়েকজন মাশুরগাঁও বাসষ্ট্যান্ডের বিআরটিসি’র কাউন্টারে গিয়ে ওই এলাকার টিপু, মাসুদ এবং ওবায়দুলের উপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে টিপু, মাসুদ ও ওবায়দুল দৌড়ে তাদের গ্রামে চলে যায়।

এসময় তাদের পিছু ধাওয়া করে ওবায়দুল ও মাসুদ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে স্বপন গ্রুপের লোকজনকে আটক করে বেদম প্রহার করে। এঘটনায় মাসুদ, ওবায়দুল, জনি ও স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply