গজারিয়ায় মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করন

gaz ponaবৃহষ্পতিবার ইমামপুর প্লাবণ ভূমি, বৈদ্যারগাঁও প্লাবণ ভূমি এবং চরপাথালিয়া প্লাবন ভূমিতে মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবা বিলকিস, গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ফরিদা ইয়াছমিন, মুন্সীগঞ্জ জেলা মৎস কর্মকর্তা নুর তাজুল হক এবং গজারিয়া উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ ছালমা আক্তার
gaz pona
নিউজ গজারিয়া

Leave a Reply