ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

obarodhবাস হেলপার কর্তৃক ছাত্রী লাঞ্ছিত ও মোবাইল নম্বর চাওয়ার অভিযোগে সোমবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে একটি স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী। ফলে দুপুর পৌনে ২টা থেকে ৩টা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ। মহাসড়কের উভয়প্রান্তে দেখা দেয় বিশাল যানজট। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েন।

শ্রীনগরের সমষপুর উচ্চ বিদালয়ের এক যাত্রী বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে রবিবার সকালে মাওয়া থেকে গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাসে ওঠে। বাসের হেলপার তাকে নানাভাবে যৌন হয়রানি করতে থাকে। এক পর্যায়ে হেলপার মেয়েটির ফোন নম্বর চায়। এতে মেয়েটি চরম লাঞ্ছিত বোধ করেন। ঘটনাটি স্কুলে এসে তার সহপাঠীদের জানালে সোমবার বিদ্যালয়ের কয়েকশ’ ছাত্রছাত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের সমষপুর উচ্চ বিদ্যালয়ের কাছে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় ব্যস্ততম এ রাস্তার দুই পাশে বিশাল যানজট লেগে যায়।

জনকন্ঠ

Leave a Reply