টঙ্গীবাড়ীতে সরকারী রাস্তা কেটে ফেলেছে দূর্বত্তরা

photo rasta karton tongibariব.ম শামীম: টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী-ফজুসা রাস্তার নিতিরা নামকস্থানে ২০ ফিট রাস্তা কেটে পানির সাথে মিশিয়ে দিয়েছে দূর্বত্তরা। রোববার রাতের আন্ধকারে রাস্তাটি কে বা কাহারা কেটে ফেলে। এতে পাচঁগাওঁ, আড়িয়ল-বালিগাঁও, কলমা ইউনিয়নসহ আশে-পাশের অঞ্চলের কয়েক হাজার লোকজনের দূর্ভোগ সৃষ্টি হয়।

সকালে স্কুলগামী ছাত্র-ছত্রীরা ভোগান্তির শিকার হয়। পরে স্থাণীয় জনগণ কুচুরীপানা উঠিয়ে রাস্তার কেটে ফেলা অংশ ভরাট করলে পায়ে হেটে পারাপার হচ্ছে স্থাণীয়রা। এ ব্যাপারে পাচঁগাওঁ ইউনিয়ন চেয়ারম্যান আলি আহমেদ সেখ জানান, দুটি উপজেলার সংযোগস্থলের এমোন একটি রাস্তা কেটে ফেলায় স্থাণীয় জনগন চরম ভোগান্তির শিকার হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ ব্যাপরে অভিযোগ করেছি। থানায় অভিযোগেরও প্রস্তুতি চলছে।

photo rasta karton tongibari

Leave a Reply