মুন্সীগঞ্জের ক্যাবল টিভি ‘বর্ণমালা’কে বুধবার ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালতটির বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, এই ক্যাবল টিভি জনস্বার্থ বিরোধেী অপচিকিৎসার বিজ্ঞান প্রচার করছিল। নীতিমালা অনুযায়ী ক্যবল টিভির বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করছে স্থানীয় ক্যবলটিভি। তাই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আরও কয়েকটি ক্যবল টিভি অভিযানের খবর পেয়ে বন্ধ করে রাখছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্খনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply