আরিফ হোসেন: শ্রীনগরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বহিস্কার করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। কুকুটিয়া কে কে ইনষ্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক শরিফুল ইসলামকে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শাপলা শাখার এক ছাত্রীকে যৌন হয়রাণীর অভিযোগে বহিস্কার করার সিদ্ধান্ত হলে তিনি মঙ্গলবার চাকুরীতে ইস্তফা দিয়ে চলে যান।
এলাকাবাসী জানায়, শরিফুল ইসলাম ২০১১ সালে ঐ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসাবে যোগ দেন। বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি কুকুটিয়া বাজারের নাফিজ প্লাজার তৃতীয় তলায় একটি কক্ষ ভাড়া নিয়ে কোচিং ব্যবসা চালাতেন। কয়েকদিন আগে কোচিং সেন্টারে তার কাছে প্রাইভেট পরতে গেলে তিনি ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টা করেন। বিষয়টি নিয়ে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠলে বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
কুকুটিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলানন্দ বসু জানান ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। তবুও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রীনগর উপজেলা পরিষদরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বিষয়টি মিমাংসা করে দেওয়ার পর শিক্ষক শরিফুল ইসলাম চাকুরী ছেড়ে চলে যায়।
এ ব্যাপারে সেলিম আহমেদ ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি বিদ্যালয়ের বাইরের বলে উল্লেখ করে তিনি জানান, মিটিংয়ে তিনি নিজে উপস্থিত ছিলেন না তবে এলাকার মুরব্বিরা বিষয়টি মিমাংসা করে দিয়েছেন বলে স্বীকার করেন। উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক ঘটনাটি অনৈতিক বলে মন্তব্য করেন।
এ ব্যপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত নন তবে কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক শরিফুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ বিদ্যালয়ের দুজন প্রক্তন ছাত্র জানান, ২০১৩ সালে দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার কারনে স্কুল কতৃপক্ষ তার বিচার না করায় কামরুল নামে এক ছাত্র শরিফুলকে মারধর করে। ঐ ঘটনায় স্কুল কতৃপক্ষ কামরুলকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়।
Leave a Reply