হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫ লাখ টাকার স্বর্ণসহ মোহাম্মদ মুহিবুল খাঁন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার বেলা ১২টায় তাকে আটক করা হয়।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের একটি ভ্যাকুয়াম ক্লিনার থেকে লুকানো অবস্থায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। এর সঙ্গে সংশ্লিষ্ট আটকৃত মুহিবুল খাঁন সিংঙ্গাপুর থেকে এমএইচ-১০২ বিমানে করে এসেছেন। তাকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে রয়েছে ৯টি স্বর্ণের বল। ১২টি স্বর্ণের চেইন এবং ১২টি আংটি।
জানা গেছে, আটক মুহিবুল মুন্সীগঞ্জের লৌহজং এলাকার নুরুল হক খাঁনের ছেলে।
শীর্ষ নিউজ
Leave a Reply