মাওয়া চৌরাস্তায় শ্রমিকদের অবরোধে যানজট

MAWA striঢাকা-মাওয়া মহাসড়কে একটি নতুন পরিবহনের (আরাম) বাস চলাচলের প্রতিবাদে রবিবারও সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তায় অবরোধ সৃষ্টি করে অপরাপর পরিবহন শ্রমিকরা।

ঢাকা-মাওয়া বাস মালিক সমিতি সকাল ৮টার দিকে মহাসড়কে এলোপাতাড়ি ১৫-১৬টি বাস ফেলে ব্যারিকেড সৃষ্টি করে তোলেন বাস শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মাওয়াস্থ বিআরটিসি পরিবহনের সুপারভাইজার কহিনুর মিয়া জানান, সকাল ৮টার দিকে মাওয়া থেকে আরাম পরিবহনের সর্বমোট ১২টি বাস চলাচল শুরু করে। এমন সময় মাওয়া চৌরাস্তায় অবরোধ সৃষ্টি করলে এতে মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বললে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
MAWA stri
এদিকে মহাসড়কের ষোলঘর পয়েন্টে পাল্টাপাল্টি আরাম পরিবহনের শ্রমিকরা বাস ফেলে রেখে পাল্টা অবস্থান নেয়। সকাল ১০টার পরে তারাও বাস সরিয়ে নেয় বলে জানা গেছে।

দ্য রিপোর্ট

Leave a Reply