টঙ্গীবাড়ীতে উপস্বাস্থ্য কেন্দ্রের জমি ভাইয়ের নামে নামজারী!

Dr sirajul baccu tongibariকরলো কর্তব্যরত কর্মকর্তা!
ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের জমি জাল-জালিয়াতি দলিল তৈরী করে নিজ ভাইয়ের নামে নামজারী করে নিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বাচ্চু। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষোভে ফুঁসে উঠেছে। এছাড়াও হাসপাতাল চলাকালিন সময়ে রোগীদের কাছ হতে ফি আদায়, সরকারী ঔষধ বাহিরে বিক্রি, স্বাস্থ্যখাতে নিয়োগ বানিজ্য করে আসছে সে এবং তার স্ত্রী একই স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা মেডিকেল অফিসার সাজেদা বেগম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাজেদা বেগম হাসপাতাল চলাকালিন সময়ে ফি নিয়ে রোগী দেখছেন। সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলে সে এড়িয়ে গিয়ে হাসপাতাল হতে উঠে হাসপাতালের দোতালায় নিজ বাসস্থানের চেম্বারে গিয়ে বসেন। সেখানে দেখা যায়, একজন কমিউনিটি ম্যাডিকেল অফিসারের চেম্বারের সামনে লিখা রয়েছে প্রথম ভিজিট ১ শত ও পরবর্তী ভিজিট ৫০ টাকা। নাম প্রকাশ না করার শর্তে কতিপয় রোগী জানান, আমরা প্রায় এ হাসপাতালে আসি। আপা কখনো হাসপাতালে কখনো নিজের চেম্বারে আমাদের চিৎকিসা করেন। আগে প্রতিবার আসলে ৫০ টাকা নিতো এখোন ১শত টাকা নেয়।

টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র সুত্রে জানাযায়, ১৯৩১ সালে স্থাণীয় রাধারমন ঘোপ ও শ্রীমতি রিনা রানী উক্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৩৪ শতাংশ জমি দান করেন। তার কয়েক বছর পর তারা ভারত চলে যান। কিন্তু সম্প্রতি উক্ত মেডিকেল কমিউনিটি অফিসার সিরাজুল ইসলাম বাচুচু জাল-জালিয়াতির মাধ্যমে দাতা হিসাবে রাধারমন ঘোপ এবং শ্রীমতি রিনা রাণীর নাম উল্লেখ করে বাচ্চুর ভাই বরিশালের স্থায়ী বাসিন্দা শহিদুলকে গ্রহিতা দেখিয়ে একটি দলিল তৈরী করে।
Dr sirajul baccu tongibari
বালিগাওঁ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বাচ্চু।

পরে উক্ত সম্পত্তির ৮ শতাংশ নিজ ভাই শহিদুল এর নামে এবং অজ্ঞাত অপর এক ব্যাক্তির নামে ৮ শতাংশ মোট ১৬ শতাংশ জমি নামজারী করে নিয়ে যায়। এ ঘটনায় বালিগাঁও গ্রামের মো. রফিকুল ইসলাম মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, সিভিল সার্জন, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, টঙ্গীবাড়ী সহকারী কমিশনার ভূমি, টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ করলে টঙ্গীবাড়ী উপঃ স্বাঃ কমঃ/টংগী/ মুন/ ২০১৪/ ৪৩২ স্মারকে বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন তৈরী করে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয় হাট বালিগাওঁ উপ-স্বাস্থ্য কেন্দ্রের ১৬ শতাংশ জমি নিয়ে সমস্য রয়েছে এবং সাজেদা বেগম হাসপাতাল চলাকালিন সময়ে রোগীদের কাছ হতে টাকা আদায়, সরকারী ঔষধ বাহিরে বিক্রি এবং নিয়োগ বানিজ্যের বিষয়ে অভিযোগের ও সত্যত্যা পায় উক্ত তদন্ত কমিটি।

উক্ত তদন্ত কমিটি ভবিষ্যতে যাতে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যহত না হয় এবং তার বিরুদ্ধে কোন অভিযোগ না আসে এ ব্যাপারে তাকে শর্তক করে। এ ব্যাপরে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু ইউসুফ ঘটনার সত্যত্বা স্বীকার করে জানান, কে বা কাহারা হাসপাতালের ১৬ শতাংশ জমি নামজারী করে তাদের নামে নিয়ে গেছে। আমরা খাজনা দিতে গেলে আগে ৩৪ শতাংশের খাজনা নিলেও বর্তমানে ১৮ শতাংশ জমির খাজনা নিচ্ছে।

সিরাজুল ইসলাম বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমার ভাই কিভাবে উক্ত সম্পত্তি নামজারী করেছে এ ব্যাপারে আমি কিছু জানিনা। নিয়োগ বানিজ্যের বিষয়ে সে জানায়, আমার কাছে লোকজন আসলে আমি এমোনিই তাদের চাকুরী দেওয়ার চেষ্টা করি বিনিময়ে কিছু নেইনা।

Leave a Reply