শ্রীনগরে টোবাকো কোম্পানীর পরিবেশকের ২৩ লাখ টাকা চুরি

chooorrrrআরিফ হোসেন: শ্রীনগরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর পরিবেশকের তেইশ লাখ টাকা চুরি হয়েছে। শনিবার রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ চোরের দল সিগারেট কোম্পানীর অফিসের দোতলায় অবস্থিত অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ বাইশ লাখ একানব্বই হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় পুলিশ ঐ প্রতিষ্ঠানের তিন শান্ত (৩৪), ইসমাইল (৪৫), তারেক (৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Leave a Reply