গজারিয়ায় ডাকাতি হওয়া কোরবানীর ১৩ টি গরু উদ্ধার

uddarঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকসুদ্ধ ডাকাতি হওয়া কোরবানীর ১৩ টি গরু আজ রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৮ টার দিকে গজারিয়া উপজেলার আশ্রাফদি গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ওই গরু উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার এসআই আপন কুমার মজুমদার জানান, আশ্রাফদি গ্রামের আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া গরু গুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

নারায়নগঞ্জের সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ জানান, আগের দিন শনিবার রাতে সোনারগাঁয়ের দঁড়িকান্দি এলাকায় মহাসড়কে ব্যাড়িকেট সৃষ্টি করে ১৫-১৬ জনের ডাকাত দল।

এ সময় ট্রাকসুদ্ধ ১৩ টি গরু লুটে নেয় ডাকাতরা। চুয়াডাঙ্গার শান্তি মিয়া গরু গুলো নিয়ে ঢাকার পশুর হাটের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে ডাকাতদের কবলে পড়েন।

যমুনা নিউজ

Leave a Reply