শ্রীনগরে শিক্ষককে মারধর করেছে এক ছাত্র

hamla4ছাত্রীর ছবি তুলতে নিষেধ করায়
আরিফ হোসেন: শ্রীনগরে ছাত্রীর ছবি তুলতে নিষেধ করায় শিক্ষককে মারধর করেছে এক ছাত্র। শুক্রবার দুপুর বারটার দিকে উপজেলার রাঢ়িখাল এলাকায় স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ীতে পিকনিকে এসে কামারগাও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্র এ ঘটনা ঘটায়।

এঘটনায় বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক আশ্রাফুল আলমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশ্রাফুল আলম জানান, গতকাল ঐ বিদ্যালয়ের শিক্ষক ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা মিলে স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ীতে পিকনিকে আসে। এখানে দশম শ্রেণীর ছাত্র রিফাত শেখ জোড় পূর্বক তিন ছাত্রীর ছবি তুলতে গেলে তারা ক্রিড়া শিক্ষক আশ্রাফুল আলমের কাছে বিচার দেয়। তিনি রিফাতকে ছবি তুলতে নিষেধ করেন। এতে রিফাত ক্ষিপ্ত হয়ে আশ্রাফুল আলমের উপড় হামলা চালায়।

এসময় অন্য শিক্ষক ও ছাত্ররা দৌড়ে এসে আশ্রাফুল আলমকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আশ্রাফুল আলমের বাম চোখের অবস্থা খারাপ বলে জানান কর্তব্যরত চিকিৎসক। রিফাত আলামিন এলাকার আ ঃ কাদেরের ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটিকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Leave a Reply