মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় পেশাদার দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীনগর কলেজ গেট এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকার এমারত মিয়ার বিল্ডিংয়ের পঞ্চম তলার ভাড়াটিয়া গোলাম মোস্তফার ফ্ল্যাটের তালা ভেঙ্গে সোহেল (৫০) ও বাবুল (৫৫) নামে দুই চোর ভেতরে প্রবেশ করে। এসময় তারা আলমারি থেকে নগদ ২০হাজার টাকা ও ১ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়িওয়ালার ছেলে নিচতলার কলাপসিবল গেটে তালা দিয়ে চিৎকার দেয়। তার চিৎকারে এলাকাবাসী চোরদের আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
সোহেল ও বাবুলের বাড়ি মাদারীপুর জেলায়। তারা পেশাদার চোর বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এব্যাপারে গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply