আমিন মোহাম্মদ গ্রুপের জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চালতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জমির আলীকে (৪৫) ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত সাধন আলী (৪৫), বাচ্চু মিয়া (৪৮), সাইফুল ইসলাম (৩২), লিটন মিয়া (২৭) ও সোহেলকে (৩১) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার চালতিপাড়া এলাকায় বিকেলে আমিন মোহাম্মদ গ্রুপের ক্রয়করা জমিতে বালু ভরাট করতে যায় যুবলীগ নেতা শামিম বেপারী ও তার লোকজন। এ খবর পেয়ে একই এলাকার অপর যুবলীগ নেতা কবির হোসেন ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজে বাধা দেয়।
এতে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দু’গ্রুপের অন্তত ৮ জন আহত হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর