মুন্সীগঞ্জে ২৫৭ মন্ডপে দূর্গা শুরু হচ্ছে

mirapara pujaমুন্সীগঞ্জের ২শ’ ৫৭ মন্ডপে ষষ্ঠী পূজার মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা শুরু হতে যাচ্ছে। তাই এখন এখনে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমাগুলোতে শিল্পীর নিপুন ছোয়া এবং সাজ সজ্জা সবই সম্পন্ন। এবার একটি বেশী পূজো হচ্ছে লৌহজং উপজেলায়। তাই লৌহজং উপজেলায় ২৮ মন্ডপে পূজো হবে। সবচেয়ে বেশী পূজো হচ্ছে সিরাজদিখান উপজেলায় ৮৬টি।

শ্রীনগর উপজেলায় হচ্ছে ৬১ মন্ডপে। টঙ্গীবাড়ি উপজেলায় এবার ৪৩ মন্ডপে পুজো হবে। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩২ মন্ডপে পূজোর প্রস্তুতি চলছে। মেঘনা তীরের গজারিয়া উপজেলার সাত মন্ডপে পূজো হবে। জেলা পুলিশের বিশেষ শাখা জেলার ২৫৭ মন্ডপের মধ্যে ৭৮ মন্ডপকে অতি ঝুকিপূর্ণ এবং ১০২টি মন্ডপকে ঝুকিপূর্ণ ৭৭টিকে সাধারণ মন্ডপ হিসাবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে।
mirapara puja
আনসারের পাশাপাশি পুলিশ ও র‌্যাব ছাড়াও এবার গোয়েন্দা পুলিশ বেশী সজাগ থাকবে। জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন, পূজোর উৎসবকে সফল করতে নিরাপত্তা বেষ্টনি থাকবে কয়েক ধাপে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবকে ঘিরে তাই প্রাচীন জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে চলছে আগাম উৎসব আমেজ। গতবছর জেলায় ২শ’ ৫৬ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply