সিরাজদিখানে গলাকাটা লাশ উদ্ধার গতকাল সকাল সাড়ে ১০ টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গিড়িগঞ্জ দ.রাঙ্গামালিয়া রাস্তার পাশ থেকে খবর পেয়ে পুলিশ ১টি পুরুষের লাশ উদ্ধার করে। তার নাম মোঃ জুয়েল (৩২)। সে শ্রীনগর উপজেলার পশ্চিম কোলা পাড়া গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। সে সিএনজি চালক।
তার চাচাত ভাই আলামিন ও শ্যালক মিন্টু জানান, পুলিশ সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের রাস্তায় রাত ২ টায় একটি সিএনজি (ঢাকা-থ ১১- ৪৫২৩) পরে থাকতে দেখে রক্ত ও একটি চাপাটি পায় এবং একটি মানিব্যাগ ও ড্রাইভিং লাইসেন্স পায়। মানিব্যাগের একটি মোবাইল নাম্বারে কল দিয়ে নিহতের পরিবারকে জানায়। রাতে অনেক খোঁজাখুজির পর না পেয়ে তারা চলে যায় সাকালে এস খবর পায় একটি লাশ পাওয়া গেছে, শনাক্ত করে এটাই জুয়েলের লাশ।
সিরাজদিখান থানার এসআই ইলিয়াছ জানান, থানায় ডাইরী করা হয়েছে লাশ ময়না তদন্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সিএনজি ছিনতাইকারী দল এ কাজ করতে পারে।
এশিয়া বার্তা
Leave a Reply