ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় শনিবার বিকেলে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আহত যাত্রীদের ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত অটোরিকশা যাত্রীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষ ঘটলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসটি পালিয়ে যায়। ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল বাসটি।
দ্য রিপোর্ট