শনিবার রাতে পুর্ব শত্রুতার যের ধরে বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে নিহত শামসুদ্দিন প্রধানের ভাতিজা জোয়েল প্রধান ও যুবলীগ নেতা নুরেআলম ভূঞাঁর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায় পতিপক্ষের ধারাল অস্ত্রর আগাতে গুরুতর জখম হয়ে ঘটনা স্থলেই নিহত হন মনসুর আলী প্রধান (৯০)। রবিবার রাত ৭ টার ৩০ মিনিটে ময়নাতদন্তর পর তার নিজ গ্রামের কবরস্তানে দাফন করা হয় নিহত মনসুর আলী প্রধান কে।
যুবলীগ নেতা নুরেআলম ভূঞাঁর লোকজন মিজান প্রধানসহ আর অনেকে দাবি করে নিহত মনসুর আলী প্রধান একজন বয়স্ক বৃদ্ধ মানুষ তার বয়স প্রায় ৯০ বছরের উপরে অসুস্থ অবস্থায় বাসায় থাকে তার পক্ষে মারামারি করতে আসা অসম্ভব ।তাদের দাবি প্রতিপক্ষকে (আমাদের) ফাসানো জন্য তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু জুয়েল প্রধানের লোক জনের সাথে কথা বলে জানা যায় সংঘর্ষের এক পর্যায় পতিপক্ষের ধারাল অস্ত্রর আগাতে গুরুতর জখম হয়ে ঘটনা স্থলেই নিহত হন মনসুর আলী প্রধান পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নিয়ে যায়।
গজারিয়া আলোড়ন
Leave a Reply