মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে শহরের জেলা কালেক্টর মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র একে ইরাদত মানু এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, সোমবার সাড়ে ৮ টার দিকে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আয়োজনে শহরের লিচুতলা জামে মসজিদে, ফরিদপুরের বিশ্ব জাকির মঞ্জিলের আয়োজনে শহরের পুরাতন কাচারী সংলগ্ন হাই স্কুলের মাঠে ১০ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
মিরকাদিম পৌরসভায় প্রায় সকল ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শহর জামে মসজিদে ঈদ জামাত হয় সকাল ৯ টায়। এ সময় মুসল্লিরা দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। জেলার শ্রীনগর, লৌহজং, গজারিয়া, সিরাজদীখান ও টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদ গাঁ মাঠে সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
দ্য রিপোর্ট
Leave a Reply