মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর লক্ষ্মীপুর বালুরমাঠে হয়ে গেলো হা-ডু-ডু প্রতিযোগিতা। ঈদের আনন্দকে আরও বেশি উৎসব মুখোর করতে জমকালো আয়োজনের মধ্যে চলে এই প্রীতি ম্যাচ। আশপাশের এলাকা থেকে হাজারো দর্শক ম্যাচটি উপভোগ করে। বিলপ্ত প্রায় জাতীয় এই খেলা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে স্থানীয় বয়োজেষ্ঠ্যরা ঈদের পরদিন বিকেলে আয়োজনটি করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভাগ্নে শফিকুল ইসলামের দলকে ২-১ সেটে হারিয়ে মামা মনির হোসেন দল বিজয়ী হয়। বিজয়ী সমর্থকদের আনন্দ আর উল্লাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলা শেষে প্রধান অতিথি ভবেরচর ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান বিজয়ীদলের হাতে চ্যাম্পিয়ন কাপ ও রঙ্গিন টেলিভিশন তুলে দেন।
জনকন্ঠ