অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস চালক আটক : শাকিল ৩ দিনের রিমান্ডে

লৌহজং যুবলীগ নেতা রফিক হত্যাকান্ড
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক অপহণ ও হত্যা মামলার আরেক আসমী মাইক্রো চালক মো আশরাফুল ইসলাম খোকন(২৭)কে আটক করেছে পুলিশ। খোকনের মাইক্রোতে করে রফিককে অপহরণের পর হত্যা করা হয়। অপর দিকে শনিবার পিরোজপুরের ভান্ডরিয়া থেকে এ মামলার আরেক আসামী শাকিলকে গ্রেপ্তারের পর সোমবার মুন্সীগঞ্জ কোর্টে হাজির করে রিমান্ডের আবেদ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার এসআই হযরত আলী জানান, গ্রেপ্তারকৃত শাকিলকে সোমবার মুন্সীগঞ্জ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট উমা রানী দাসের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতটির ম্যাজিষ্ট্রেট আসামীর ৩ দিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করে। এদিকে সোমবার ভোররাত ৫টার দিকে লৌহজংয়ের মৌছা গ্রাম হতে রফিককে অপহরেণের দিন ব্যবহৃত মাইকোবাসটির চালক মো. আশরাফুল ইসলাম খোকনকে তার নিজ বাড়ি হতে আটক করা হয়েছে। তাকে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর লৌহজং উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে নিজ গ্রাম কাজির পাগলা হতে প্রকাশ্যে মাইক্রোতে করে অপহরণের পর পায়ের রগ কেটে হত্যা করা হয়।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply