মুন্সীগঞ্জের শ্রীনগরে তিনটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম এম রহমান শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত কলিকাতা হারবালে সরজমিনে গিয়ে দেখতে পান চিকিৎসকরা একজন নারী রোগীর রোগ সারানোর কথা বলে ব্যবস্থাপত্রের মধ্যে লিখিতভাবে ৯ হাজার টাকার চুক্তি করছেন।
এসময় তিনি ব্যবস্থাপত্রটি জব্দ করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির ২জন ভুয়া চিকিৎসক সুলতান ও ইব্রাহিমকে ২হাজার টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। পরে বালাসুর এলাকার আল-আসিন বেকারীকে ৫ হাজার টাকা ও একটি দুগ্ধ সংরক্ষনকারী প্রতিষ্ঠানকে দুধে পানি মিশানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply