ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় রবিবার দুপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গজারিয়া উপজেলার জামলদী হাঁস পয়েন্টে রবিবার দুপুর সোয়া ২টার দিকে ‘হোমনা’ পরিবহনের কুমিল্লাগামী যাত্রীবাহী বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মধ্যে এ সংঘর্ষ হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান ও ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম অ্যাম্বুলেন্সচালকসহ দু’জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, আহতদের উদ্ধার করে পাশের স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে নিহত দু’জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চালক বাদে অপর নিহত ব্যক্তি অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি।
দ্য রিপোর্ট
Leave a Reply