টঙ্গীবাড়ির বেতকায় রমরমা কারবার

টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় চলছে মাদকের রমরমা কারবার। একটি মহলের ছত্রছায়ায় বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা হচ্ছে এক রকম প্রকাশ্যে। হাত বাড়ালেই মাদক পাওয়ার কারণে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে। এমনকি স্কুলগামী শিক্ষার্থীরাও মাদকাসক্ত হচ্ছে। গত মঙ্গলবার দিনের বেলায় বেতকা জেএ জেনারেল হাসাতালের পেছন থেকে মদসহ দিলীপ শিকদার (৪০) গ্রেফতার হয়। পালিয়ে যায় তার সহযোগী বাহাদুর শিকদার (৪৫)। মাদকের এ আস্তানায় দিনরাত আসর বসত।

এমন বেশ কয়েকটি আস্তানা রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। এছাড়া মাদকের এ আস্তানাকে ঘিরে নানারকম অপরাধও হচ্ছে। আস্তানা ছাড়াও ভ্রাম্যমাণ বিক্রেতাও রয়েছে। মোবাইলে ফোন করলেও মাদক চলে আসে নির্দিষ্ট স্থানে। এ সব বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল মালেক জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

জনকন্ঠ

Leave a Reply