কিছুতেই থামছে না এমএলএম প্রতারণা!

সাঈদুর রহমান রিমন: কিছুতেই থামছে না এমএলএম বাণিজ্যের জালিয়াতি। দ্বিগুণ লাভ, তিন গুণ লাভের সহজ ফাঁদে সাধারণ মানুষকে আর ভোলাতে না পেরে এখন ভিন্ন ভিন্ন কৌশলে কাজ করছে জালিয়াত চক্র। সাম্প্রতিক সময়ে কোটি কোটি টাকা লুটে লাপাত্তা হওয়া ডেসটিনি, ইউনিপেটুইউ, গ্রেট ওয়ান, স্পিক এশিয়া, ইউনিগেটওয়ে, গোল্ডেন ট্রি, নিউওয়ের জালিয়াতরাই নতুন নামে ভিন্ন কৌশলে প্রতিষ্ঠান খুলে বসেছে। ব্যাঙের ছাতার মতো যত্রতত্র যেসব এমএলএম কোম্পানির কার্যালয় গড়ে উঠেছে, তাদের নিয়ে অভিযোগের শেষ নেই। এমএলএম প্রতারণায় এরই মধ্যে সর্বস্বান্ত হয়ে গেছে কোটি মানুষ। আইনের মারপ্যাঁচে পড়ে অনেকে তাদের টাকা পর্যন্ত ফেরত পাননি। রাজধানীর মোতালেব প্লাজাসহ হাতিরপুলেই ৩০টির মতো ভুয়া এমএলএম কোম্পানির ব্যবসা কেন্দ্র রয়েছে। পুরানা পল্টন এলাকার একটি গলিতেই রয়েছে ৪২টি এমএলএম কোম্পানির প্রধান কার্যালয়। প্রতিটি জেলা শহরে তাদের পাঁচ-সাতটি করে সাব-অফিসের অস্তিত্ব চোখে পড়ে। সবাই সেসব দেখে, সাইনবোর্ডের ভিতর ঢুকেই প্রতারিত হয়। শুধু কিছুই দেখে না প্রশাসন।

অতি সম্প্রতি ম্যাগনেট নামের এমএলএম কোম্পানিও হাজার দশেক মানুষের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। মুন্সীগঞ্জ ও ঢাকার দোহার-নবাবগঞ্জ এলাকায় বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে লোকজনের সঞ্চয় আর এফডিআর বাবদ কোটি কোটি টাকা জমা নিয়ে হঠাৎই লাপাত্তা হয়ে যায় তারা। ঢাকার নয়াপল্টনে নোয়াখালী টাওয়ারে প্রধান কার্যালয়সহ এর ১০টি শাখা রয়েছে। সোমবার শ্রীনগর ও ষোলঘর শাখায় শত শত গ্রাহক উপস্থিত হয়ে কোম্পানির অফিসে তালা ঝুলতে দেখে হাহাকার শুরু করেন। পরে তারা শ্রীনগর থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

২০০৯ সালে ম্যাগনেট মাল্টিপারপাস কো-অপারেটিভ মুন্সীগঞ্জের শ্রীনগর, লৌহজং ও ঢাকার দোহার উপজেলায় এমএলএম ব্যবসা শুরু করে। কোম্পানির এমডি আনোয়ারুল ইসলাম এক সময় শ্রীনগর উপজেলা ছাত্রশিবিরের নেতা ছিলেন। তার বাড়ি শ্রীনগর উপজেলা সদরে। বর্তমানে তিনি উপজেলা জামায়াতের সদস্য। কোম্পানির ডিএমডি তার স্ত্রী আছমা আনোয়ার। কৌশলে অল্প সময়ের মধ্যেই তারা সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেন। এক সময় অধিক টাকা সুদ দেওয়ার কথা বলে এফডিআরের নামে লাখ লাখ টাকা জমা নেন। বেশি লাভের আশায় মানুষ এক লাখ থেকে শুরু করে ৩৫ লাখ টাকা পর্যন্ত জমা দেয় ওই কোম্পানির কাছে। প্রথম প্রথম কয়েক মাস সব গ্রাহককে সুদের টাকা দিলেও পরে টালবাহানা শুরু হয়। ২৫ সেপ্টেম্বর আনোয়ার অফিসে তালা ঝুলিয়ে গা-ঢাকা দিয়েছেন। মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিগুলোর (এমএলএম) দৌরাত্দ্য দিন দিন বেড়েই চলেছে। রক্তচোষা এসব প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সর্বশেষ যোগ দিয়েছে ডোল্যান্সার নামক হায় হায় কোম্পানি। নীতিমালা অনুমোদন না হওয়ার সুযোগ নিয়ে এটি কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। প্রতারণার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা ডোল্যান্সারের কলাবাগান অফিসে হামলা চালান। বর্তমানে কোম্পানির কথিত ব্যবস্থাপনা পরিচালক রোকন ইউ আহমেদ জনরোষের ভয়ে গা-ঢাকা দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এক সময়ের ডেসটিনি ও ইলিংস এমএলএম কোম্পানির আরেক মানি গেমার এনলাভিং কোম্পানির মালিক জাহাঙ্গীর আলম ওরফে এম জে আলম। তার সঙ্গে আছেন আপট্রেন্ড কোম্পানি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এমএলএম জগতের আরেক মাফিয়া গাজী জাকির হোসেন। দুজন মিলে তিন কোম্পানি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন তারা এনলাভিং নামে প্রতারণার নতুন ঠিকানা বানিয়েছেন। মহাখালী ফ্লাইওভারের নিচে একটি ভবনের তিন তলায় পিনাকল আউটসোর্সিংয়ের অফিস। তাদের এমএলএম ব্যবসার ধরন একটু ভিন্ন। এক সময়ের কবিরাজবাড়ির কবিরাজ দেবাশীষ এখন এমএলএম ব্যবসার মাধ্যমে নিজের ভুয়া ওষুধ বিক্রি করছেন। এমএলএম বাণিজ্যের কিছু প্রতিষ্ঠানের মালিকরা দাবি করেছেন, জয়েন স্টকের হর্তাকর্তাদের ঘুষ-বাণিজ্যের কারণে ভালো এমএলএম কোম্পানিগুলো লাইসেন্স না পেয়ে ঠগবাজ প্রতিষ্ঠান লাইসেন্স পেয়েছে। উত্তরার ১১ নম্বর সেক্টর গোলচত্বরের পাশে টপটেন শো-রুমের পঞ্চম তলায় বেশ পরিপাটি অফিস মোনাবীর। সাংবাদিকরা ওই অফিসে যেতেই এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন কোম্পানির কর্মকর্তারা। সবাই পালিয়ে যাওয়ার পর আটকা পড়েন সাধারণ গ্রাহকরা। বিশেষ করে গ্রামের সহজ-সরল মানুষই তাদের মনভোলানো কথা আর রংচঙা অফিস দেখে মুগ্ধ হন। এই কোম্পানির পুরোটাই ধোঁকা। কোনো পণ্য ছাড়াই শুধু ডান হাত বাঁ হাত বাড়ানোর নামে টাকা দিয়েই চলছে সদস্য সংগ্রহ। একেকজন সদস্য ভর্তি হতে লাগে মাত্র ১১০০ টাকা। যে কারণে অল্প দিনেই সারা দেশে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে কয়েক হাজার। জিজিএন, গ্রেট ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি এমএলএম কোম্পানি প্রতারণার দায়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। এর মধ্যেও গ্রেট ইন্টারন্যাশনাল নামে এক এমএলএম কোম্পানির কর্মকর্তারা ২৫০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন।

জিজিএন থেকে শুরু, প্রতারণা চলছেই : এমএলএম কোম্পানিগুলোর প্রতারণার ফাঁদ থেকে কোনোভাবেই সাধারণ মানুষের মুক্তি মিলছে না। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত শত শত এমএলএম কোম্পানি সাধারণ মানুষের শত শত কোটি টাকা আত্দসাৎ করে গা-ঢাকা দিয়েছে। প্রতিটি সরকারের আমলেই এরা দাপটের সঙ্গে মানুষ ঠকানোর কার্যক্রম চালিয়েছে। শুধু তা-ই নয়, বিভিন্ন সরকারের মন্ত্রীসহ ঊধর্্বতন কর্মকর্তাদের এসব কোম্পানির নানা কার্যক্রমে, পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে। কখনো সংবাদমাধ্যমে এদের প্রতারণা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে খানিকটা হইচই হয়। তৎপর হয় সরকার। তারপর সময় গড়ালে অবস্থা যেই কি সেই। নাকের ডগায় এসব হায় হায় কোম্পানি বেড়ে উঠে মানুষকে সর্বস্বান্ত করলেও এদের বিরুদ্ধে কোনো সরকারকে কখনো শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে এমএলএম কোম্পানিগুলো নিয়ন্ত্রণে আনতে একটি আইন করার উদ্যোগ নিলেও প্রতারণা পুরোপুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় নিউওয়েসহ বিভিন্ন নামের এমএলএম কোম্পানির ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছিল বহু লোক। ১৯৯৮ সালে যখন জিজিএন তাদের কোম্পানি শুরু করে, তখন সাধারণ ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে হিসাব ছাড়া সার্ভিস চার্জ আদায় করে। পরে যখন সদস্যরা বুঝলেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তখন কোম্পানি সার্ভিস চার্জ ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু তা ফেরত দেওয়ার আগেই তারা লাপাত্তা হয়ে যায়।

শিক্ষার্থীরা হন প্রধান টার্গেট : এমএলএম কোম্পানির খপ্পরে পড়েনি এমন মানুষ পাওয়া কষ্টকর। তবে তাদের বিশেষ আগ্রহ শিক্ষার্থীদের প্রতি। কারণ শিক্ষার্থীরা তাদের টোপ খুব সহজেই গ্রহণ করেন। শিক্ষার্থী পড়াশোনা করতে এসে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হলে স্বাভাবিকভাবেই তার চলাফেরায় টাকার প্রয়োজন। ‘পড়াশোনার পাশাপাশি হাজার হাজার টাকা কামানোর’ প্রস্তাব দিলে খুব সহজেই শিক্ষার্থীরা এগিয়ে যান। তারাই হয়ে ওঠেন এমএলএম কোম্পানিগুলোর মূল প্রচারক এবং টাকা আয়ের প্রধান মাধ্যম। এখনো যে কটি এমএলএম কোম্পানি গোপনে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দাবাজিতে ব্যস্ত, তাদের কর্মীদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি।

সামান্য শ্রম আর মেধায় অল্প সময়েই কোটিপতি বনে যাওয়ার স্বপ্নে বিভোর এসব শিক্ষার্থী একেকটি কোম্পানির প্রতিনিধি হয়ে গ্রাহক ধরার ফাঁদ নিয়ে ঘুরে বেড়ান সর্বত্র। শিক্ষিত তরুণদের কথায় বিশ্বাস এনে যারা নিজেদের সর্বস্ব তুলে দিচ্ছেন, তারাই সব হারিয়ে পথে বসার মুখে পড়ছেন।

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply