রিমান্ডের আসামী শাকিলের দেয়া তথ্য মতে ৫ রাউন্ড গুলি উদ্ধার

লৌহজংয়ে যুবলীগ নেতা রফিক হত্যাকান্ড
চাঞ্চল্যকর লৌহজংয়ের যুবলীগ নেতা রফিক হত্যা মামলার রিমান্ডের আসামী শাকিলের দেয়া তথ্য মতে ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শাকিলের মৌছা মান্দ্রা বাড়ি থেকে এ গুলি উদ্ধার করা হয়। শাকিল মৌছামান্দ্রা গ্রামের কুতুবুদ্দিনের পুত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার এসআই হযরত আলী জানান, এ হত্যা মামলার অনেক অগ্রগতি হয়েছে।

রিমান্ডে আসামীরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। রিমান্ড শেষ হয়ে যাওয়ায় শাকিলকে অস্ত্র মামলায় আরো ৭ দিনের রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হচ্ছে।

এদিকে দোগাছির মনোয়ার হোসেন মানুর ছেলে আরেক শাকিলও রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তাকে আজ বুধবার আদালতে হাজির করে আবার রিমান্ডের আবেদন করা হবে। এ পর্যন্ত এ মামলায় ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর লৌহজং উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে নিজ গ্রাম কাজির পাগলা থেকে প্রকাশ্যে মাইক্রোতে করে অপহরণের পর পায়ের রগ কেটে হত্যা করা হয়।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply