নিজামীর ফাঁসির রায়ে আ’লীগের আনন্দ মিছিল

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণা করায় মুন্সীগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ। বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকা থেকে শহর আওয়ামী লীগের ব্যানারে এ আনন্দ মিছিল রেব করা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাচারীতে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি জেলার পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান, যুবলীগ নেতা আবুল কাশেম শুভ্র, সাবেক ভিপি মাহমুদ রিয়াদ ও সাবেক ছাত্রলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুর প্রমুখ।

এবিনিউজ

Leave a Reply