মাদকদ্রব্য বিক্রিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে পৃথক ঘটনায় দুই পক্ষের পৃথক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে মুন্সীগঞ্জ শহরে ও শুক্রবার রাতে জেলার সিরাজদিখান উপজেলার কাজীরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, সকালে জেলা শহরে মো. আশরাফ ও সেলিম মিয়া নামে দুই গ্রুপের মধ্যে মাদক বিক্রি নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আহতরা হলেন- বোরহান, রুবেল ও টিটু। বাকি তিনজনের নাম জানা যায়নি। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, শুক্রবার রাত ৯টার দিকে কাজীরবাগ গ্রামে মোহন শেখ ও সেলিম কাজীর লোকজনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন।
আহত খালেদ কাজী (৩৫), সেলিম কাজী (৪২) ও কামাল কাজীকে (৩০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং অপর পক্ষে আহত মুরাদ শেখ (২৮), পারভীন আক্তার (৪৪), রুবেল শেখ (২৩) ও বাদল শেখকে (৪৪) ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
দ্য রিপোর্ট
Leave a Reply