আরিফ হোসেন: মুন্সীগঞ্জের শ্রীনগরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় রবিউল (৪০) নামে চার সন্তানের এক জনককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছ পুলিশ। বুধবার সকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, পরশুদিন দুপুর ১২ টার দিকে হাসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে হাসাড়া এলাকার হাফিজদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রবিউল জোড় করে তার ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং রবিউলকে আটক করে। পরে হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর মাঝি, সেলিম, দেলোয়ারসহ কয়েকজন গ্রাম্য সালিশদার বিষয়টি এলাকায় মিমাংসার চেষ্টা করলে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বখাটেকে আটক করে থানায় নিয়ে আসে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, রবিউলের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগে থানায় মামলা হয়েছে।
Leave a Reply