কাটাখালীতে বখাটের উত্ত্যক্তে স্কুলছাত্রী শারমিনের আত্মহত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালীতে এক বখাটের উত্ত্যক্তের কারণে রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। শারমিন সুলতানা (১৪) নামে ওই ছাত্রী কাটাখালী এলাকার আব্দুল রবের মেয়ে। শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী সে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির বাথরুমের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শারমিন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, রবিবার সকালে বাড়ির বাইরে কাটাখালী সড়কে আসলে ওই স্কুলছাত্রীর পথরোধ করে মো. অনিক (২২) নামে এক বখাটে। শারমিন তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অনিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে শারমিন দৌড়ে বাড়িতে এসে বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দ্য রিপোর্ট

Leave a Reply