মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউপির সাবেক চেয়ারম্যান, প্রবীন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম (৭৩) সুখবাসপুর নিজ ভবনে রবিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয় স্বজর রেখে গেছেন। বাদ আছর স্থানীয় মাঠে নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এতে সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। তাঁকে শেষবাবের মত প্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন মুক্তিযুদ্ধ কালীন ঢাকা বিভাগীয় বিএলএফ প্রধান ও বঙ্গবন্ধুর সহচর আলহাজ্ব মো. মহিউদ্দিন, মৃনাল কান্তি দাস এমপি, সাবেক সাংসদ এম ইদ্রিস আলী, মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান প্রমুখ।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply