মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করতে পরিবারকে চাপ দিচ্ছেন পিংকি রানি (১৯) নামের এক প্রেমিকা। প্রেমিক মুসলমান। তাকে বিয়ে করতে বাধা ধর্ম। তাই পরিবারের সবাই ধর্মান্তরিত না হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অতঃপর পরিবারের লোকজন তাকে থানা হেফাজতে দিতে বাধ্য হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, পিংকির সঙ্গে গত ৬ মাস যাবৎ একই এলাকার মো. নয়ন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর পর থেকেই ওই যুবক বিয়ে করবে বলে পরিবারকে জানায়। পিংকি পরিবারের সবাইকে চাপ দেয় একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করতে। নইলে আত্মহত্যা করবে বলে হুমকি দিতে থাকে। হুমকির মাত্রার সঙ্গে সঙ্গে তার নেশা গ্রহণের মাত্রাও বৃদ্ধি পেতে থাকায় তার পরিবারের লোকজন তাকে সেইফ কাস্টোরিতে দিতে বাধ্য হয়।
ভবেরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আবুবকর সিদ্দিক পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিমুলিয়া গ্রামের নারায়ন চন্দ্র দাসের মেয়ে পিংকির এক মাদকাসক্ত ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিংকি মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ।
তিনি আরো জানান, রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
শীর্ষ নিউজ
I think she is the mad,who is the solve problem,Muslim toghter brother wood.but every one help God.