পারিবারিক পূর্ব শুক্রতা ও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে অন্যকে অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই র্যাবের হাতে ফেঁসে গেলেন মোহাম্মদ সাদেক (২৩)। মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর কেওয়া এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির মেজর মোহাম্মদ সুরুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আটক মোহাম্মদ সাদেক মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর কেওয়া এলাকার আলী জব্বার মাঝির ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী কেওয়ার এলাকার মোহাম্মদ সাদেক একই এলাকার মিনার হোসেনকে ফাঁসানোর জন্য তার বাড়ির সামনের খড়ের গাদার নিচে একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাইন্ড গুলি ও দেশীয় তৈরি দুটি রামদা রেখে র্যাব সদস্যদের খবর দেন। পরে ঘটনাস্থলে এসে র্যাব সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
র্যাব সদস্যরা এ সময় সাদেককে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে মিনার হোসেনকে ফাঁসানোর জন্য অস্ত্রগুলো সেখানে রেখেছেন বলে স্বীকার করেন।
ওই ঘটনায় মোহাম্মদ সাদেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হবে বলেও র্যাব থেকে বলা হয়েছে।
দ্য রিপোর্ট
Leave a Reply