মোঃ জাফর মিয়া: মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে প্রতারনা অভিযোগ করেছেন স্ত্রী। এঘটনায় শিশু ও নারী নির্যাতন এবং প্রতারনায় অভিযোগে ঢাকার শিশু ও নারী নির্যাতন ট্রাইবুনালে মামলা করেছেন স্ত্রী।
যশোরের মোসলিমা বেগমের সাথে দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর প্রতারনার ফাদে ফেলে গত ৪ আগস্ট ঢাকার আশুলিয়া কাজী অফিসের এক লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়। স্বামী মুন্সীগঞ্জের রামপালের হাজী সামছুল হক রাঢ়ীর পুত্র সামির হোসেন মিন্টু ওরফে কালা মিন্টু। পরে সেখানে একটি ভাড়া বাড়ীতে থাকতেন। মিন্টু বিদেশ আর না গিয়ে ভাগ্নের সাথে ব্যবসার কথা বলে তার স্ত্রী মোসলিমা বেগমের কাছ থেকে কৌশলে চার লাখ টাকা নেন।
কিছু দিন পরে মোসলিমা জানতে পারে মিন্টু কোন ব্যবসার সাথে জড়িত নন, প্রতারনা করেছে। এই বিষয় জানতেই স্ত্রীকে নির্যাতন চালিয়ে মিন্টু পালিয়ে যায়। পরে মোসলিমা বেগম মুন্সীগঞ্জের রামপালে তার শ্বশুরবাড়ীতে আসেন। সেখানে গেলে মোসলিমার সাথে দুর্বব্যবহারসহ নানা হুমকি দেয়। স্বামী ও তার পরিবারের এমন আচরনে ভীতসন্তস্ত হয়ে পড়েছে মোসলিমা।
এব্যাপারে সামির হোসেন মিন্টুর সাথে কয়েক দফা চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
বাংলা সংবাদ ২৪
Leave a Reply