এ্যামিরেটস সিমেন্ট শ্রমিকদের উপর হামলা

এ্যামিরেটস সিমেন্ট (বিডি) শ্রমিক কর্মচারী লীগ কে কেন্দ্র করে মালিক পক্ষ ও শ্রমিক কর্মচারী লীগের কথা কাটা কাটির এক পর্যায়ে বহিরাগত সন্তাসিদের হামলায় ১০ জন শ্রমিক আহত।

মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে। বাবুল (২৮), মাসুম (৩০), মামুন শেথ (২৭) সহ আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিৎকিসা দেওয়া হয়। শ্রমিক কর্মচারী লীগ সভাপতি মাসুম জানান, শ্রমিক ইউনিয়নের দাবীতে কর্মচারিদের নিয়ে আলোচনার এক পর্যায়ে বহিরাগতরা হামলা করে, এসময় আমাদের ১০ জন কর্মচারি আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্বাধীনবাংলা

Leave a Reply