মুন্সীগঞ্জবাসী হতাশ, কারণ জেলার অন্যতম একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসীরা গ্রেফতারের পর অস্ত্র উদ্ধার অভিযান নেই। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
জেলার শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার আসামি সুমন ওরফে কানা সুমন, সহযোগী জুয়েল ওরফে নেরা জুয়েল ও সন্ত্রাসী কানা সুমনের ভাই মো. শাহিনকে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গনকপাড়া এলাকা থেকে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলির পুলিশ গ্রেফতার করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কনস্টেবল জিয়া (৩৫) গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ১৫ অক্টোবর দিবাগত রাতে শহরের মানিকপুর এলাকা থেকে বর্তমান সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি নাইন এমএম পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ ১০ মামলার আসামি তাকেও গ্রেফতার করে পুলিশ। তারা হত্যা, অপহরণ, ছিনতাই, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি।
এছাড়া ৯ নভেম্বর রাতে কোর্টগাঁও এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলিসহ অপর শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলার অন্যতম আসামি দিপু দেওয়ানকে গ্রেফতার করে পুলিশ। পরে ২ দিনের রিমান্ডে আনা হলেও অস্ত্র উদ্ধার করা হয়নি।
শীর্ষ সন্ত্রাসীরা জেলা আ’লীগের একজন নেতার সমর্থক বলে জানা গেছে। পুলিশ হত্যা, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজি এসব মামলায় জেলার শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে এনে অস্ত্রের বিপরীতে নগদ অর্থ বাণিজ্য করছে। এমনটাই এখন শহরজুড়ে সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড়।
এসব বিষয়ে জানান জন্য মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত)মো. ইয়ারদৌস হাসানের কাছে একাধিকবার ফোন করে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
এরপরও এসব বিষয়ে সম্পর্কে জানান জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এমদাদ হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোনে কথা বলেননি।
এবিনিউজ
Leave a Reply