সাগর পথে মালয়েশিয়া যাত্রা : উদ্ধার ১৮

কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে ১৮ জনকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বিকেল ৩ টার দিকে হোটেল সি হ্যাভেন থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল সি হ্যাভেন থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

উদ্ধার ব্যক্তিরা হলেন; ঝিনাইদহের ধোপাবিলির ছিদ্দিক মুলের ছেলে জাহাঙ্গীর (৩০), কলম মুলের ছেলে আশরাফুল (৩২), মৃত মোকাদ্দেসের ছেলে লাল চাঁন (৪০), হাকিম মুলের ছেলে আলাউদ্দিন (৪৫), কুদ্দুছ মিয়ার ছেলে শাহীন (৩০), নিজামের ছেলে জাফর (৩৫), ফকির মাইলতের ছেলে নবীরুল (৩০), আজিবারের ছেলে রুকু (২৮), যশোরের চৌগাছার আমজাদ মুলের ছেলে মিজানুর রহমান (২৫), শুক্কুর আলীর ছেলে লান্টু মিয়া (২৫), আবুল হাশেমের ছেলে নজরুল ইসলাম (২৫), সাতক্ষীরার কৃষ্ণনগরের ধানদিয়ার মৃত বাবর আলী সরদারের ছেলে আরশাদ আলী (৪৮), কলারোয়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে হামেদ আলী (৩৫), নরসিংদীর মনোহরদী এলাকার মোতালিবের ছেলে জাহাঙ্গীর (৩৫), মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার মৃত হারুনুর রশিদের ছেলে মজিবুর রহমান (৫০), মৃত রাজা মুন্সীর ছেলে রিপন মুন্সী (৪২), জাফর উল্লাহর ছেলে জনি (৩৫) ও কবির আহাম্মদের ছেলে মিজান (২৫)।

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply