সিরাজদিখানের ২৮ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়

এসএসসি’র ফরম ফিলাপ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ২৮ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সবক’টিতে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানাগেছে, শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি ১৪০০ টাকা হলেও আদায় করা হচ্ছে কয়েকগুন বেশী। এনিয়ে অভিভাবক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। সন্তানের উপর শিক্ষকরা নারাজ হবেন-এ চিন্তা করে ক্ষুব্ধ অভিভাবকরা মুখফুটে কিছু বলতে পারছেননা।

নাম প্রকাশে অনিচ্ছুক শুলপুর উচ্চ বিদ্যালয়ের এক অভিভাবক হতাশা প্রকাশ করে বলেন, আমি দিন মজুর মানুষ। সংসারে ৫ সদস্যের মধ্যে আমি একাই উপার্জন করি। অনেক কষ্টে ছেলেটাকে এ পর্যন্ত এনেছি। ফরম ফিলাপের এতো টাকা জোগাড় করতে পারছিনা। এখন ছেলেটার লেখাপড়া এখানেই থেমে যাবে। আরেক অভিভাবক জানান, সরকার যেখানে ফ্রি পড়ার সুযোগ করে দিচ্ছে, সেখানে বিদ্যালয়গুলোর এরকম সিদ্ধান্তে আমরা হতবাক। কিন্তু আমাদের বলার জায়গাটাও বন্ধ। উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের ফি ৫২৬৫ টাকা ,মালখানগর উচ্চ বিদ্যালয়ের ফি ৫০০০ টাকা, কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫৫০০ টাকা, সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৫০০০ টাকা, রাজানগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৫০০০ টাকা।

এ ব্যাপারে মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন জানান, বোর্ডের ১৪০০ টাকা হলেও কোচিং ফি, মাসিক বেতন, সেশন ফিসহ সব মিলিয়ে আমরা ৫০০০ টাকা নিচ্ছি। এছাড়াও কয়েটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অতিরিক্ত ফি নেওয়ার কথা স্বীকার করে জানান, উন্নয়ন ফি, প্রস্তুতিমুলক কোচিং ফি’র জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের এক অভিভাবক জানান, টেষ্ট পরীক্ষায় প্রতি বিষয়ে ফেল করা এক পরীক্ষার্থীদের কাছ থেকে বিষয় প্রতি নেওয়া হচ্ছে ২০০০ টাকা করে।

এ ব্যাপারে বাংলাদেশ শিক্ষক সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম জানান, অতিরিক্ত ফি নেওয়া হলেও অনেক গরীব ছাত্রদের কাছ থেকে কম টাকা নিয়ে ফরম ফিলাপ করা হচ্ছে ।

সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খালেদা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অতিরিক্ত ফি আদায়ের ঘটনা আমি শুনেছি, তবে আমাদের কাছে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে শিক্ষা অফিসার মো. শরীফুল ইসলাম বলেন, ফরম ফিলাপে জরিমানা, কোচিং ফিসহ সব মিলিয়ে সরকার নির্ধারিত ফি ১৮শ’ থেকে ২হাজার টাকা হতে পারে। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে কোন দিক-নির্দেশনা না থাকায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ফরম ফিলাপের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন জরিমানা দিয়ে কেউ কেউ ফরম ফিলাপ করার সুযোগ পাচ্ছে। ১শ’ টাকা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ফরম ফিলাপ করতে পারবে।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply