চিতলিয়া বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

চাঁদা না দেয়ায় সদর উপজেলার চিতলিয়া বাজারে তিনটি দোকান বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় সারের ডিলার মাসুম ট্রেডার্স বন্ধ করে দেয়া হয়েছে। এর কিছু পরেই পাঁচ লাখ টাকা চাঁদাদাবীতে আ. হামিদ হাওলাদের মুদি দোকান বন্ধ করে দেয়া হয়। এর ১৫ দিন আগে ২০ হাজার টাকা চাঁদা না দেয়ায় মীর কাসেমের টেইলার্সের দোকানে তালা ঝুলিয়ে দেয় চাঁদাবাজরা।

মাসুম ট্রেডার্সের মালিক মো. মাসুম জানান, মুক্তার মাহমুদ নামের এক চাঁদাবাজ তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা বৃহস্পবিার জোর করে নিয়ে যায়। আরও টাকার দাবীতে সারের দোকান বন্ধ করে দেয়। এতে বাজারে নিরীহ দোকানীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে স্থানীয় মুক্তার মাহমুদ অস্বীকার করে বলেন, তবে আ. হামিদ হাওলাদেরর কাছে মো. রজ্জব ৫ লাখ টাকা পাবে। তাল বাহানা করায় তার দোকান বন্ধ করা হয়। এবিষয়ে সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, এমন কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply