লাবলু মোল্লা: মুন্সীগঞ্জে এক ইট বালু ব্যবসায়ীর ব্রাক ব্যাংকের চেকবই ও জরুরী কাগজপত্র পুড়িয়ে, হিসাব লেখা খাতা নিয়ে গেছে দুর্বিত্তরা। শনিবার গর্ভীর রাতে শহরের ফরাঝি বাড়ীর ঘাট এলাকায় মুন্সী টেড্রাসে এঘটনাটি ঘটেছে। এসময় তার দোকানের দরজা ভেঙ্গে ভিতরে থাকা ক্যাশবাক্স ও ব্যবসায় ব্যবহৃত কাগজপত্র, ব্রাক ব্যাংকের চেকবই পাশের ধলেশ্বরী শাখা নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে দিয়ে হিসাব লেখা খাতা গুলো নিয়ে গেছে। এতে ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান মুন্সী টেড্রাসের মালিক ব্যবসায়ী খোরশেদ আলম।
তিনি আরও বলেন, আমার ইটবালুর ব্যবসায় অনেক লোককে বাকি দেয়া হয়েছে যার সবগুলো লেখা ছিলো ঐ খাতা এখন খাতা না পেলে বাকি টাকা উঠাতে সমস্যা হবে যার কারনে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার অশঙ্ক রয়েছে। এব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়েছে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন
Leave a Reply