গজারিয়ায় আওয়মীলীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান হত্যা মামলার আসামি মিলন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাঁশগাঁও গ্রামে গোপন অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গজারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হত্যার প্রধান আসামি মিলন দীর্ঘ দিন যাবত পলাতক ছিল।

গোপন অভিযানের মাধ্যমে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ গজারিয়া উপজেলার নির্বাচনের দিন ভোট গ্রহণকালে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও রেফায়েত উল্লাহ খান তোতার দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শামসুদ্দিন প্রধান (৪৮) নিহত হন।

শীর্ষ নিউজ

Leave a Reply