রামশিং থেকে পিস্তলসহ বিএনপি কর্মী রাসেল মুন্সী গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগোনী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সীর ভাতিজা বিএনপি কর্মী রাসেল মুন্সীকে (২৭) বিদেশি পিস্তলসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রামশিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার গ্রেফতার হওয়া বিএনপি কর্মী পুলিশ হেফাজতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মুন্সীগঞ্জ ডিবির উপ পরিদর্শক (এসআই) বেলাল হেসেন বাংলানিউজকে জানন, গোপন সংবাদের ভিত্তিতে বজ্রযোগোনী ইউনিয়নের রামসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী রাসেল মুন্সী মোটরসাইকেলে করে আসার পথে গতিরোধ করা হলে রাসেল পালানোর চেষ্টা করে।

পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিএনপি কর্মী রাসেল মুন্সী নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পরে যায়। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply