গজারিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল কারাগারে

একটি মামলায় গ্রেফতার গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামকে (৩৫) মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার বাংলানিউজকে জানান, স্বেচ্ছাসেবক দল সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেন। এরপরই শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরাচক বাউশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, শনিবার সকালে গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply