টঙ্গীবাড়ির সুবচনী বাজারের ৬ দোকান ভূস্মিভূত

ফায়ার সার্ভির্সের অবহেলার অভিযোগ
টঙ্গীবাড়ি উপজেলার সুবচনী বাজারে আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠা ভূস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় আকস্মিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। এলাকাবাসী দু’ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই জদু নাথের হার্ডওয়ার দোকান ও বস্তার গুদাম, উজ্জ্বল মিয়া ও দেলোয়ার হোসেনের ফলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে যায়। ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকা।

স্থানীয় ইউপি সদস্য সোহবান মিয়া জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। পরে স্থানীয়ভাবে শ্যালো ইঞ্জিন লাগিয়ে বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাজারে র অন্য দোকান রক্ষা পায়। এই জনপ্রতিনিধি অভিযোগ করেন- খবরও পেয়েও ফায়াস সার্ভিসকে আসেনি। তাদের এই অবহেলার কারণেই আগুন ছড়িয়ে পরছিল। অন্যদিকে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. হাদিউজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে রওনা হওয়ার আগেই আবার খবর আসে আগুন নিভে গেছে। তাই সেখানে যাওয়া হয়নি।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply